স্বপ্নময়ী মেঘলা মনে খুব ইচ্ছা ছিলো
ফাগুনের বিকালে এক চিলতে প্রেম
এক গুচ্ছ গোলাপ,দেব ধরিয়ে তোমার হাতে
তুমি অবাক হয়ে দেখবে অপলক নয়নে
আমরা দু জন হাতে হাত রেখে
পাশাপাশি কিছু টা পথ হাটঁবো
দক্ষিনা হাওয়ায় ফুলের সুগন্ধে
তুমি মিষ্টি সুরে গাইবে গান
তোমার পরনে থাকবে হলুদ শাড়ি
কপালে হলুদ টিপ
ক্ষোপায় গুজে দেব আমি বেলী ফুল
মুগ্ধ নয়নে দেখবো তোমার চাঁদ মুখ
হঠাৎ বিচ্ছেদ, তুমি ডাক দিলে মুক্তির
অকারণে মিথ্যা অপবাদ আর অভিযোগ
শৃংখল এর দেওয়াল ভেঙ্গে করলে বিশৃংখল
অথচ তুমি ছিলে সবদাই স্বাধীন
অকারণে করলে আমায় ত্যাগ
ভুলে ঘর,হলে চিরতরে পর
রোজ ভাবি আমি তোমার কথা স্বপ্নময়ী মেঘলা
তুমি আমার একতরফা পবিত্র ভালোবাসা