কিছুটা বছর আগে
ভাবতে ভালো লাগে
কিশোর কালের সেই মেয়েটির
প্রেম যেন আজও দোলছে মনে

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
কোন ভেদাভেদ ছিল না তাতে
একই সাথে পড়তাম মোরা
গ্রামের  পাঠশালাতে

  মসজিদ মন্দির গির্জা কিংবা প্যাগোডায়
সুখের স্বপ্ন বুনতাম সবে. কল্পনায় ছবি এঁকে
তাহার মাঝে একটি মেয়ে নিদারুন চমৎকার
ভালোবেসে সঁফিয়ে দিলাম মনো প্রেম আমার

ছোট্ট থেকে বড় বাড়ছে স্বপ্ন হাজারশত
ভালোবাসায় ফুরিয়ে গেল সাতটা বছর এমন
হঠাৎ ধর্মের দেওয়াল বাধা দিল প্রেমে  
পঞ্চায়েত বসিয়ে নানান কথা লোকের মুখে

ধর্ম আর ঐতিহ্য প্রেমের চেয়ে সবার কাছেই আগে
মুসলিম ছেলে খ্রিস্টান মেয়ের প্রেম কেহ নেয়নি মেনে
সেই থেকে যে সেই মেয়েটির  হলো নিখোঁজ
ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে,খুঁজে বেড়ায় রোজ...