নিমিষেই আঁধার নেমে এলো
আবারো আমার জীবনে
তুমি অভিমান করলে বলে
কত অভিমান করবে আর
কত পোড়াবে অনুসূচনায়
প্রেয়ে হারানো ব্যাথা
কি করে সইবো মনে,,
তোমার অভিমানে জ্যোৎস্নাময়
হারিয়ে গেছে অন্ধকারে,
আকাশের তারাঁ নেভে গেছে
আর কত অভিমান আমার সাথে,,,
অঝরে রাত্রি কাঁদে তোমার অভিমানে
প্রামাণ নিও ভোরের সবুজ ঘাসে
তোমাকে ছাড়া একাকী মন
এভাবে চলবে আর কতক্ষণ,
মান অভিমান ভুলে গিয়ে
আসতে যদি ফিরে
দেখতাম চেয়ে এ দু'চোখেঁ
তোমার ওই দু' চোখেঁর হাসি,,,,,