সময়ের সাথে সাথে তুমি
ঘড়ির কাঁটার মতো বদলে যাও
প্রাণের ভালোবাসা সব আমার
অবহেলায় ছুড়ে দিয়ে,,,
মুখে বলিনা তোমায় খুব ভালোবাসি
মন বাড়িয়ে তো বহুবার চেয়েছি
চোখে চোখ রেখে জানাতে চেয়েছি
ওগো বান্ধবী তুমি শুধু আমার,,,
শত অপমান অপবাদের পরেও
তোমার কাছে বার বার ফিরে এসেছি
বিনা দোষে বহুবার ক্ষমা চেয়েছি
তোমাকে আপন করে পাবো বলে,,,
ভালোবাসার মোহনায় ভুলেই গিয়েছিলাম
কিছু মানুষ কখনো আপন হয়না
চাঁদকে যত ভালোবাসিনা কেনো
সে তো কখনো মাটির বুকে আসবেনা,,,
পথের মাঝে যদি কখনো হয় দেখা
ভেবনা তুমি আর হবে আলোচনা
হয়েছি যখন তোমার অবহেলার পাত্র
অযাথা দেখেয়ি কি হবে লোক দেখানো ঘনিষ্ঠ