প্রতি মাঝরাতে ঘুম ভাঈতেই আমার
মনে পড়ে যায় প্রিয়তমা তোমাকে
হাহাকারে চিৎকার করে বুকটা আমার
অশ্রু নিয়ে কাদি দুঃখ সীমাবদ্ধ,,
ঘুম আসেনা আর দু'চোখের পাতায়
আশোহতো ঝড়ো পাখির মতো
ছুটে আসি তোমার কবরের পাশে
পায়না আমি ধরা তোমায়, কোনকিছুতেই
মিটিমিটি জলচ্ছে আকাশের ওই তারাকে
ভেবেনেয় তুমি আমার হারানো প্রিয়তমা
আধার কবরে খুব একাকী লাগছে তোমায়
দূর আকাশের তারা হয়ে ডাকছো তাই আমায়
তোমার মৃত্যুর জন্য দায়ী করল সবে আমায়
চৌদ্দ বছরের সাজা শেষে কিছুদিন হলো বাড়ি ফেরা
অনেক হলো অপেক্ষা তোমার,পৃথিবী আমার কাছে নরক
আসছি আমি তোমার কাছে,আর কিছুক্ষণ ধৈর্য নাও