বিপদ আসে না কখনো জানিয়ে
ভোর বেলা ঘুম ভাঈতে না ভাঈতে
মনে পড়ে গেল প্রিয়তমা তোমাকে
মিষ্টি কথা দুজনা দূরাল টেলিফোনে,,,,,
কথা শেষ হলোনা, ফোন গেল কেটে
একটু অভিমান নিয়ে গেলাম স্কুল মাঠে
ইতিমধ্যেই মনে পড়ে গেল বন্ধুদের দেখে
আজতো শুএবার সবার ছুটির দিন,,,,,
সবাই মাথায় একই চিন্তা
খেলা হবে এখন ফুটবল
খেলা শুরুর সাথে বৃষ্টির হানা
তবুও থামছে আমাদের লীলা,,,
বৃষ্টির পানিতে কাদাভরা মাঠে
বল নিতে পা পিছলে পড়ে গেলাম
যন্ত্রণায় ছটফট করছি,পা গেছে ভেঙে
বৃষ্টির পানিতে ভাই ব্র্যাদারের সাথে যাচ্ছি কবিরাজ বাড়ি,,,
দূরের পথ,কাদার রাস্তা,বাইকে আমরা
চার যন্টা অতিক্রম করে কবিরাজ বাড়ি,
চিকিৎসা শেষ,সন্ধ্যা নামলো বৃষ্টি থামেনি,,
রাতের আধারে কাদাভরা পথে বাড়ি ফিরা,,,,,