বিদায়
মাহমুদল হাসান সুমন
ভোর বেলাতে এসে  এই জগতের মাঝে
সন্ধ্যাবেলা যেতে হচ্ছে খালি  হাতে ফিরে
অতিথির পাখির মতন তোমাদের মাঝে
এসে কিছু  সময়  নিয়ে  চেয়ে

সারাবেলা করেছি কত রঙের খেলা
গিয়েছি ভুলে কেনো ভবে আসা
চাওয়া পাওয়াতে মাতাল হয়ে
ভুলে গিয়েছে ক্ষণস্থায়ী দুনিয়া

কিছুক্ষণ তোমাদের মাঝে থেকে
দিয়েছো অনেক কিছু উজার
করে
প্রতিদানে পারিনি তো কিছুই
দিতে
তবুও  ভালোবেসেছো তোমরা  মোরে,,

চলার পথে কতনা ভুল করেছি
জেনে না জেনে তোমাদের সাথে
আপন মনে করো আমায় ক্ষমা
হয়তো হবেনা তোমাদের  সাথে আর দেখা

কতনা কথা বিদায় বেলা পড়ে মনে
শেষ  দেখা দেখবো তারে,যদি সে
আসে ফিরে
হাশরের  ময়দানে  বিধি যদি কিছু  চাইতে  বলে
তোমায় চাইবো আপন করে
স্বগীয় ভালোবাসায় থাকবো মোরা মিলেমিশে