সে রাত ছিল প্রচন্ড বৃষ্টির রাত
সন্ধ্যায় চায়ের আড্ডা শেষে বাড়ির পথে
বাতাসে গাছপালা ল্যাম্পপোস্ট রাস্তায় পড়ে
মাঝ পথে বিপদে পড়ে,, হঠাৎ দেখি?
অচেনা অজানা বাড়ির উঠানে এক তরুণী
ভেবেছি আমার মতো বিপদে পড়ে
নেমে গেলাম তরুণী কাছে, ধারণা ভুল!
মুখোমুখি হতেই হাড়িয়ে গেলাম স্কুল জীবনে
স্মৃতির পাতা ভেসে উঠতে,অশ্রু ভরা দু'জনার চোখঁ
কি বলবো, ভেবে না পেয়ে,পিছু ফিরতেই বললো?
আজ মনে হয় বৃষ্টি থামবেনা,যেতে পারবেনা,
ঠান্ডা কাপছো ভিতরে এসে ফ্রেশ হও,,,
নিজের অজান্তে বলে ফেললাম কেমন আছো?
তোমার স্বামীকে দেখছি না, বাড়ি ফিরেনি কি?
বললো আমি একা, মনে নেই স্কুলের শেষ দিনের কথা
আচ্ছা পরে কথা হবে আগে ফ্রেশ হয়ে আসো,
কিছুটা অসহায় হয়ে পড়লাম, শান্তনা খুজেঁ পাচ্ছি না
এত বছর পর প্রিয় মানুষটিকে ফিরিয়ে প্রেয়েও
বলতে পারছিনা, আজও আমি তোমার অপেক্ষায় আছি
এখানো তোমায় অনেক ভালোবাসি,তুমি ছাড়া আমি মূল্যহীন,,,,