জগতের রুংগের মেলা
হয়েছে অনেক মিথ্যা খেলা
যেতে হবে আজ তার কাছে
যিনি আমাকে সৃষ্টি করেছেন,
বিষন্ন ভরা মন রে আমার
কিছু চাওয়া হলোনা পাওয়া,,
বাধা সময়ে এসে ভবে,,,
তোমায় দেখার স্বাদ মেটেনা
ধর্ম কর্ম ভুলে গিয়ে
করে যায় তোমার আরাধোনা
স্বর্গে যাবো নাকি নরক পাবো
বিধি ছাড়া কেহ জানে না,,,
বিদায় বেলা মনের ঘরে
কতোনা কথা মনে পড়ে
মান অভিমান ঝগড়াঝাটি
সমধান হতো ভালোবাসি
আর অভিমান করবেনা জানি
পরপারে দিচ্ছি পারি,,,
এপারে আসবে রে যখন
নয়ন ভরে দেখবো তখন
রুপ তোমার হোকনা কালো
মাতায় থাকুক পাকনা চুল
করবো দুজন আবার প্রেরিত
সময় থাকবেনা বাধা তখন,,,