সেদিন প্রভাতে
দেখেছিলাম তোমায়;
খোলা চুল,হালকা গড়ন,অল্প সাজে
অসাধারন লেগেছিল আমার চোখে ।

হরিণীর চোখ তোমার
দিঘল কালো চুল :
হয়েছি রূপে মাতোয়ারা
হয়েছি অশান্ত ব্যাকুল ।

তোমায় কি দিয়ে উপমা দেব
তার ভাষা আমার জানা নেই;
ধরনীর শব্দকোষে যত উপমা
সবকিছুতেই তুমি মানানসই ।

কিসের এতো উৎকন্ঠা
এতো উদ্দীপনা ;
তবে কী এ বাস্তব নয়
নিছক কল্পনা !!

রচনাকাল : ২৫-০২-২০১৫
ঢাকা,বাংলাদেশ