আজ এই বাংলার আকাশ বাতাস কেন এত স্তব্ধ
কি এমন হয়েছিল এই দিনে যা করেছিল সব বিধ্ধস্ত
কি হারিয়েছিল বাঙালী সেদিন সর্বহারার মত
কি এমন হয়েছিল যে কারণে বাঙালী আজও ক্ষত বিক্ষত ।
আমরা আজও ভুলিনি সেই বেদনাবিধূর দিনের কথা
লোহার শেলের মত হৃদয়ে আজও রয়েছে গাঁথা
ভাবতে গেলে সেই কাহিনী গায়ে দেয় কাঁটা
ভেসে উঠে শুধুই আর্তনাদ চিৎকার বুকফাঁটা ।
হারিয়েছি এইদিন আমরা মোদের জাতির পিতা
বাঁচতে পারেনি সর্বজনণী মোদের বঙ্গমাতা
শেখ রাসেল নামের একটি পুস্পকলি ঝরে গেছে অকালে
শেষ বারের মত যে দেখতে পায়নি মায়ের মুখ চির বিদায়কালে ।
ঘাতক হায়েনার দল নাড়িয়ে দিয়েছিল এইদিন বঙ্গভূমির স্থাপনা
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যা করতে চেয়েছিলেন রচনা
এই সেই দিন যেদিন বাংলাদেশ হয়ে গেল নেতৃত্বহীন
আর ১৫ই আগষ্ট হয়ে গেল বাঙ্গালী জাতির শোকের দিন ।