মানবতা আজ মোদের কোথায়
বিবেক কি মোদের কলুষিত হয়ে গেছে,
সত্য কি আজ অদৃশ্য হয়ে গেছে
যদি তারা থেকে থাকে তবে কোথায় ?
আজ কেন তারা বেকার
এখনো কি তাদের বোধদয় হওয়ার সময় হয় নাই,
নাকি আজ তারা বাধ্যবাধকতার শৃঙ্খলে বন্দী
যেখানে তাদের করার মত কিছুই নাই ?
এ সমাজ দিনে দিনে হয়ে যাচ্ছে রসাতল
ন্যায় এর চেয়ে অন্যায়ের আজ দাম্ভিকতা বেশী,
অন্যায় অনাচারের কষ্টাঘাতেও প্রতিনিয়ত মোরা নিশ্চুপ
তবে কি মোরা পরাজিত অন্যায়ের কাছে ?
যদি পরাজিত না হয়ে থাকি
তবে কেন এই নিস্তব্ধতা,
পারিনা কি রুখে দিতে সব
জাগ্রত করতে মোদের বিবেক মানবিকতা ?