এইতো সেদিন,
মনের সুখে হাটছিলাম চেনা পথটি ধরে
আমি একা নই সঙ্গে ছিলে তুমিও
হাতে রেখে হাত চলেছিলাম সে পথ, বলেছিলাম কত কথা
একই সাথে থাকবো মোরা সারাটি জীবন
পর জনম বলে যদি কিছু থাকে তবে সেখানেও,
এতো অভিব্যাক্তি আমার চেয়ে তোমারই ছিল বেশী
তাইতো আজ তোমার গলে ফুলের মালা আমার গলে ফাঁসি,
এর জন্য তোমার চেয়ে আমিই বেশী দায়ী
তোমার চোখে কেন দেখলাম আমার সপ্নগুলি
কোন পথ ধরে হাটছি আজ নাই তা মোর জানা
জানিনা সে পথ শেষ হবে কি আদৌ শেষ হবে কিনা
তোমার কাছে শেষ চাওয়া মোর একটাই,
যদি কোন দিন তোমার মন ফের মোরে চায়
করো না’কো দ্বিধা চলে এসো মনের সে পথ ধরে, একা একলা
যে পথে ছিল তোমার আমার সুখের পথচলা ।