কেটেছে আমার ছেলেবেলা তোমার কোলে পিঠে
করেছি তোমায় কত যে জ্বালাতন দিব্য-নিশিতে,
দিনগুলো আমার কাটতো তখন নানান খেলা খেলে
রাত্রিরে আমার ঘুম হতোনা তুমি জড়িয়ে না নিলে ।
রূপকথার সে প্রথম লাইনটি “এক যে ছিল রাজা”
এই জনমে ভুলে যাওয়া হবে কি তা সোজা ?
ছোটবেলার যত কথা মনে পড়ে আমায় নিয়ে
সব কিছুতেই ছিলে তখন তুমি জড়িয়ে ।
হাঁসলে আমি হাঁসতে তুমি কাঁদলে তুমি কাঁদতে
কষ্টে আমার পারতেনা তুমি চোখের বাঁধ ঠেকিয়ে রাখতে ;
কোন একদিন থাকতে যদি তুমি আমায় ছাড়া
হয়ে যেতে তুমি তখন দিক-দিশেহারা ।
তোমায় আমি ভালবাসি অনেকের(প্রচুর)চেয়েও বেশী
কষ্ট আমি পাইযে অনেক থাকিনা তোমার পাশাপাশি,
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সুস্থ্য তুমি থাক
ভালবেসে ভালবাসায় জড়িয়ে আমায় রাখ।