চক্ষু দিয়া যাইত দেখা
যদি কারো অন্তর ;
দেখতাম আমি আছে কিগো
তোমার বুকের ভিতর ।
কোন কারিগর বানাইয়াছে
তোমার এমন হিয়া ;
নাই যার কোন অনুভুতি
নাই দয়া মায়া ।
সুখ নিয়া দুঃখ যদি
কেউ দিতে পারে ;
তুমি হলে তাদের মধ্যে
সবার উপরে ।
চাইনা আমি দুঃখে কাটুক
তোমার একটি ক্ষণ ;
সুখী হও সুখ নিয়ে
তুমি আমরণ ।