জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল করিয়াও -না বুঝি ভুল
ভুলেই যে হয় সর্বনাশ !
শয়তান নামের গরুর পিছে
অন্যায়,অসৎ -লাঙ্গল,মই
মিথ্যে জোঁয়াল কাঁধে দিয়া
ভুল চাষ করছি ক্যান শুধুই?
জীবন মাঠের মাটি কুঁড়িয়া
পাপের বীজ করছি বপন,
দিনের পর দিন ভুল করিয়া
ক্যান করছি ভুলের যতন !
জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল দিয়ে ভুল ফলছে কতই
চলছে ভুলের বারো মাস !
*************-
ভুল দিয়ে ভুল করবোনা চাষ
এটাই এখন মনের আশ,
ভুল পথে আর চলবো নাকো
ডাকবোনা আর সর্বনাশ ।