এই যে, এ দেশ স্বাধীন করতে
দুঃখ সইলো কতই,,,,,,,,
তবু কেনো দেশটা আজো
পরাধীনের মতই??

এই যে, এ দেশ স্বাধীন করতে
প্রাণ সঁপেছে লাখো লাখ !
প্রাণের ভয়ে চলছি কেনো ?
ভীতি ভরা দু'টি আখ !

এই যে, এ দেশ স্বাধীন করতে
এক সমুদ্র রক্ত দান !
আজো  কেনো রক্ত ঝড়ে ?
বাতাসেতে  রক্ত ঘ্রাণ  !  

এই যে,  এ দেশ স্বাধীন করতে
সম্ভ্রম হারা লাখো বোন !
বোনেরা আজ লাঞ্চিত কেন ?
স্বাধীনতা হয়'রে খুন !