বৃষ্টি পরে ব্যাঙের ছাতায়
ব্যাঙে করে গ্যাঙ,
বৃষ্টি ভেজা কালো পথে
মিশু ভাংলো ঠ্যাঙ!

বৃষ্টি পরে কচু পাতায়
নাই যে কোন সাক্ষ্য,
ব্যাঙের ছানায় ব্যাঙের কাছে
শিখছে নীতি বাক্য।

বৃষ্টি পরে টিনের ঘরে
ঝুমুর ঝুমুর ঝুম,
ঝড়ের সাথে বৃষ্টি এসে
কাড়লো সুখের ঘুম!