এক আজব নেশায় ধরেছে আমায়
পারবো না আর ছাড়াতে,
তোমার যে পেয়েছি অনেক সাধনায়
পারবো না আর হারাতে।
থাকতে চাই যে সারাটা সময়
তোমার খুব কাছাকাছি,
বাহানা তাই রোজই যে বানাই
বলে কথা মিছামিছি।
ভালো যে আর লাগে না
তোমায় এক মুহূর্ত ছাড়া,
যখনই পাই কাছে তোমায়
হয়ে যাই বাঁধনহারা।
কাজলকালো চোখ যে তোমার
ফেরাতে পারি না দৃষ্টি,
এই বসন্তে চলোনা না করি
কিছু নতুন গল্পের সৃষ্টি।
তোমার চুলের গন্ধে মেতে
মন শুধু কাছে টানে,
ভেসে যে যাচ্ছি আমি তো
তোমার প্রেমের বানে।
রাখতে যে চাইছি তোমায়
লুকিয়ে মনের গহীন কোনে,
মন চাইলেই করব আদর
জানবে না কোন জনে।
তোমার ছোঁয়ায় মনে যে ওঠে
অমোঘ প্রেমের ঝড়,
তোমায় কাছে পাবার নেশা
হয়েছে তীব্রতর।
তোমায় রেখে চাইনা যেতে
দূরেও একটি পদ,
তোমার পাশে সাথী হয়ে
চলব জীবন পথ।
তিল তিল করে গড়া এ আবেগ
শুধুই তোমার জন্য,
তোমার নেশা একদিন না পেলে
হয়ে যাব অকর্মণ্য।
তোমায় দেখছি হচ্ছে না শেষ
শুধু চেয়ে রই তোমার পানে,
তোমাতে যে আমি খুঁজে যাই
আমার জীবনের মানে।
রচনাকাল - ৩০ মাঘ, ১৪২৮