তোমার জন্য আবার সাজাব
আমার পছন্দের ডালা,
তোমার খোঁপায় গেঁথে দেব
শুকনো গোলাপের মালা।
তোমার জন্য শুকনো গোলাপে
আনব প্রেমের সুরভী,
হয়ে যাবে তাজা গোলাপেরা সব
তুমি ছুঁয়ে দেবে যখনি।
তোমার জন্য দেখব সকাল
আবার নতুন করে,
কাটবে বিকেল কাটবে সন্ধ্যে
তোমার হাতটি ধরে।
তোমার জন্য জানালায় বসে
নীল আকাশে চেয়ে,
খুঁজে ফিরি ঐ পাখিদের দলে
তোমায় এই বুঝি গেছি পেয়ে।
তোমার জন্য বাজে প্রেমসুর
মন হয় শিহরিত,
যায় ছুটে যায়, মন যে চায়
কাছে যে তোমায় কত।
তোমার জন্য বুনছি স্বপ্ন
দেখছি আমার কাল,
তুমি চাইলে দেব সাজিয়ে
তোমারও স্বপ্নজাল।
তোমার জন্য তোমার সুরে
গাইব আমি গান,
তুমি আমি মিলে আমরা
চলো হই এক প্রাণ।
তোমার জন্য পেরিয়ে বাঁধা
উড়ব আকাশে মুক্ত,
হোক না সে পথে যতই কঠিন
যত কন্টক যুক্ত।
তোমার জন্যে আমার কবিতা
তুমি কবিতার ছন্দ,
তুমি এসে গেলে তারপর হবে
হৃদয় দরজা সব বন্ধ।
তোমার জন্য মন গগণে
হাজার তারার মেলা,
তোমায় নিয়ে প্রেম সাগরে
ভাসাব প্রেমের ভেলা।
রচনাকাল - ২০ মাঘ, ১৪২৮