স্বরলিপি আজ বলছে না কোন কথা, গাইছে না কোন আর গান,
আর তো আসবে না কোন আওয়াজ তার, করেছে অভিমান।
সত্যের মুখোমুখি শব্দেরা আজ দুমড়ে-মুচড়ে পড়ে থাকে অবহেলায়,
আমি তো তুলেছি তাদের কবিতার ভাষায়, সকাল-সন্ধ্যে অবেলায়।
আমার সঙ্গ আর কতকাল লাগবে তাদের ভালো, স্বরলিপি তুমিই বলো,
জানি নেই কোন উত্তর তোমার, থাকবে তারা আঁধারে, দেখবে না আলো।
অন্ধকার তাদের দুনিয়াতে, দিশেহারা সে পথ, এগোবে তারা কি ভেবে,
তুমি তো দিয়েছ বকে তাদের, চলে তো গেছে তারা মন খারাপের দেশে।
ছন্দ-আর সুর অভাবে ভুগছে তারা আজ, করতে পারো কি তুমি কিছু,
স্মৃতিরা তো ডাকছে শুধুই তাদের, ছাড়ছে না আর কিছুইতেই পিছু।
জানোনা তুমি কোন অজানায় হারাও, একা করে তাদের চেনা শহরে,
খুঁজবে তারা কি করে তোমায়, সেই অজানার মাঝে হাজারও ভীরে।
একা হয়ে বসে থাকে তারা নিরব অভিমান তাদের বুকে ধরে রেখে,
ভালো কি থাকবে তুমি? ভেবে দেখো একটিবার তাদেরও একা করে।
অবাধ্য তাদের তোমাকে চাওয়ার উপাখ্যান, সরল ছিল তাদের সে পথ,
কন্টক বিছিয়ে তুমি দিয়েছ তাদের কোমল মনে শীতল আঘাতের রথ।
বলছে আজ তারা অনেক কথাই, শত মাধ্যম আর কত ভাষায় মানায়,
তোমায় পেয়ে ভয়, পারছে না যেতে, আমায় বারবার শুধুই তারা জানায়।
বিপন্ন আজ তাদের অস্তিত্ব, একা আমি আগলে রাখব আর কত,
তোমায় ছাড়া আজ তারা বড় অসহায়, চেষ্টা করে যাচ্ছি আমি শত।
রচনাকাল - ০৫ পৌষ, ১৪২৮