চেনা ও প্রিয় সে কাজলকালো চোখ
যেন মনের কথা বলে,
এক পলক তোমায় দেখে আজও
মনে সকল দুঃখ যায় যেন ভুলে।
অনেক স্মৃতিময় একটি সন্ধ্যা
চাঁদ উঠেছিল যেন তোমার রূপে জ্বলতে,
বলতে কথা কত তোমায় জমে
মুখে না হোক পেরেছে এ হৃদয় হয়ত বলতে।
কত গল্পেরা করে আনাগোনা
তুমি করতে বলেছিলে তাই,
আমার গল্পেরা যেন পথ হারায়
তুমি চোখে চোখ রেখেছিলে তাই।
বসে তোমার ঠিক পাশে
এমন শান্তি আর কোথাও না জানি মেলে,
বড় কাছের আর আপন যে তুমি
যেতে না চাই কখনো একলা তোমায় ফেলে।
কাঠগোলাপেরা আজ লুকিয়েছে
তোমার ঐ সুন্দর চাহনি হয়ত দেখে,
তোমার খোঁপায় দেই না হয় আজ
শুভ্র রজনীগন্ধা মালা গেঁথে।
মেঘবরণ এলো তোমার কালো চুলে
প্রেমের সৌরভ কাছে আমায় টানে,
কি যে মায়া আর কি যে নেশা
সে সৌরভ হয়ত কোন যাদু জানে।
আবেগে জড়িয়ে তোমায় রেখেছি
বাসি অনেক যে ভালো,
তুমি তো জীবনে থাকবে হয়ে
আমার দু'নয়নের আলো।
এমন স্বর্ণালী সন্ধ্যা যেন
তোমার হাতে হাত ধরে,
মন যে চায় এমন সন্ধ্যা
আরো আসুক বারবার ফিরে।
রচনাকাল - ১১ কার্তিক, ১৪২৯