একটু বাস্তব, অনেকটা সুন্দর,
শীতের এই হিমেল হওয়ায়,
হারিয়েছি সে নগরীতে তোমার,
ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়।
পড়ন্ত বিকেলটায় তুমি,
পাশে ছিল তাই,
মুচকি হেসে সূর্য, মৃদু সুরে,
বলে থাক আজ পরেই অস্ত যাই।
কল্পনার সে জগতে তুমি,
এনেছো এত মায়া,
ভালো লাগে আজ শুধু,
থাকতে তোমার পাশে হয়ে ছায়া।
পাশে বসে তুমি,
রাখলে দু হাতে হাত,
বিকেল যদি বয়ে,
যেতে চায়? তবে যাক!
শিমুল ফুলে ছেয়ে গেছে,
বাগানটা আছে চেয়ে,
বারবার আমি তাকিয়ে তুমি,
চলো বসি গাছটার নিচে যেয়ে।
একটা দুটো পড়বে ফুল,
তোমার সুন্দর চুলে,
মালা গেঁথে দেব না হয়,
তোমার খোঁপায় বেধে তুলে।
বলছ কথা, তুমি একটু হেসে,
হ্যা শুনছি তো, বলছি সাথে আমি,
কাজল কালো ঐ দুচোখে চেয়ে,
থাকি দেখতেই, আমি না আর থামি।
হেঁটে চলো যাই একপা-দুপা,
হাতটি তোমার ধরে,
শীতের মায়ায় কাপছি যে,
নিলে ভালোবাসার চাদরে তুমি জড়ে।
আগমনী বার্তা দিচ্ছে সন্ধ্যে,
তাতে কি? চলো এগিয়ে,
তোমায় পাশে পেয়েছি যে,
ঘুরব আজ পুরো নগরী বেরিয়ে।
নিয়ন আলোয় একসাথে,
বসে আমি আর তুমি পাশে,
শান্ত সে পথ ধরে যাই তবে,
মন যে প্রেমের হাওয়ায় ভাসে।
সময়টা সুন্দর,
কেন যাচ্ছে এত দ্রুত বয়ে?
মন যে চায় আরো কিছুক্ষণ,
থাকতে তোমার সাথে রয়ে।
আরো কত সকাল-বিকেল,
তোমার সাথে কাটানো বাকি,
হবে পথচলা সামনে আরো,
হাজার স্বপ্ন, মন দেয়ালে রঙ তুলিতে আঁকি।
রচনাকালঃ ১৫ মাঘ, ১৪২৮