নিস্তব্ধ সেই সন্ধ্যায়, তোমার পাশে হেঁটে, হাতে হাত রেখে,
চলোনা পাড়ি দেই কিছুটা পথ, তোমার পানে দেখে।

কাঁজল কালো ওই আঁখিতে হারাই পথের দিশা,
তোমার মনে আসতে চাই, দিও তুমি প্রেমের ভিসা।

তোমার সুরে গাওয়া লাইন একটি দুটি গানে,
গাইব কি আর বিধছে গিয়ে মনের গহীন প্রাণে।

যাচ্ছি ভুলে, আসছে না গান, শত চেষ্টার পরে,
তোমার কণ্ঠেই শুনে শুনে মন যে যাচ্ছে ভরে।

চাঁদটাও আজ দিচ্ছে কিরণ হয়ত  ভুল পাশে,
যদি তুমি চাও আনব টেনে তোমার মন আকাশে।

যাচ্ছে সময় কেন দ্রুত, আজ জলদি এত কিসে,
লাগছে তো ভালোই, তোমার সাথে একটু করে হেসে।

যাব বারবার উল্টো সে পথে, যেথায় থাকবে তুমি,
তোমার জন্য রাখতে চাই খালি আমার মনের ভূমি।



রচনাকাল - ০৩ পৌষ, ১৪২৮