সময়টা এখন এসেছে এমন,
থাকতে চায় না যে মন,
কাটতে চায় না যে তুমি বিহনে
আমার একটি ক্ষণ।

হারাই শুধু তোমার খেয়ালে আর
তোমার ভালোবাসার পরশে,
ভাবি বসে বেলকনিতে রাত বয়ে যায়,
কল্পনায় তুমি আছো পাশে।

তোমার কোলে রেখে মাথা
খুঁজতে চাই পৃথিবীর সব সুখ,
একটু হাত বুলিয়ে দিলে মাথায়
ভুলে যাব আছে যত দুখ।

তোমার হাতের কোমল ছোঁয়ায়
আছে এত যে মায়া,
থাকব তোমার পাশে, বাসব খুব ভালো
হয়ে রব ছায়া।

চাইবে তুমি যেভাবে, থাকব সেভাবেই
শুধু তুমি পাশে থেকো,
ভালো খারাপ সবসময় তুমি
আমার হাতে হাতটা তোমার রেখো।

তোমার চোখে পেয়েছি যে খুঁজে
আমার জীবনের মানে,
তোমার সে চাহনির মায়া
আমায় তোমার কাছে যে টানে।

সুখের শুভ্র গোলাপ এনে
বেধে দেব তোমার চুলের খোঁপায়,
শুকাতে দেব না একটিও পাপড়ি
সতেজ রাখব ভালোবাসায়।

চোখ বুজলেই তোমার প্রিয় মুখটা
আমার স্বপ্নে যে ভাসে,
আমার অস্তিত্ব আর অনুভবে তুমি,
আছো মনের খুব কাছে।

বলা হয়নি যদিও এখনো
তোমায় কতটা যে ভালোবাসি,
তুমি তো জানো কতটা ভালোবাসলে
তোমার জন্য বারবার তোমাতে ফিরে আসি।

লোকের কথায় কি বা আসে যায়
বেসে যাব আমি তোমায় ভালো,
রাখব তোমায় অনেক আদরে,
থাকবে তুমি হয়ে এ দু'নয়নের আলো।




রচনাকাল - ১২ চৈত্র, ১৪২৮