দেখা হয় নাই চক্ষু মেলিয়া, তোমার ঐ মধুর হাসি,
তুমি হাসলে যেন মুক্ত ঝরে, মনের আনন্দে ভাসি।
একটিবার হাসবে বলে নীরব প্রতীক্ষায় বসে,
যতক্ষণ চাও, অপেক্ষা করাও, ধৈর্য্য যাবে না ধসে।
এত সুন্দর কেমনে হাসো, বলো না একটিবার,
বারবার শুধু ফিরে যেতে চাই, খোলো না মনের দ্বার।
হাসির সেই মধুর ধ্বনি, আমার মনে তোলে আলোড়ন,
হৃদস্পন্দন বেড়ে যায়, কাটতে চায় না সেই ক্ষণ।
কেন তোমার হাসির ঐ মায়া এতটা আমায় টানে,
অজানা কোন বাঁধনে বেধে ফেলেছো প্রাণে।
সবসময় হাসি ধরে রেখো, তোমার ঐ সুন্দর কোমল ঠোঁটে,
চাতক এ আঁখিতে দেখার সৌভাগ্য যেন আমার ভাগ্যেই জোটে।
অনেক ভালোবাসি বলতে গিয়ে এসেছি বারংবার ফিরে,
ভুলেই গিয়েছি বলব কি আর তোমার হাসির মায়ায় পড়ে।
বেশি হাসতে না চাইলে, একটু ছোট্ট করেই হেসো,
খুববেশি না চাই, অল্প করেই আমায় ভালোবেসো।
রচনাকালঃ ০২ অগ্রহায়ণ, ১৪২৮