কত বসন্ত এসেছে গেছে
প্রতিটা বসন্তই কেটে গেছে সাদাকালো স্বপ্নে,
এই বসন্তে তোমার ছোঁয়ায়
সে স্বপ্নেরা হয়েছে রঙিন, বেধেছে তারা বাসা, রেখেছি যত্নে।
কত রঙিন ফুলের ছায়া তোমার চোখে
দেখেছি আর ভেবেছি তুমি আমার,
মন বাগানে আমার এই বসন্তে তুমি এসেছ
সাদা গোলাপের মায়া হয়ে রূপের নেই তুলনা যার।
শুভ্রতায় বসন্তের বাসন্তি ইশারার শুধু
ছিল অপেক্ষা যে এই অবুঝ হৃদয়ে,
ভালবাসায় পূর্ণতা এনেছো তুমি তোমার অপরূপ মায়ায়
আমি বুঝে নিয়েছি অসম্ভব এক মুহুর্ত তুমি বিহনে।
কাজলকালো চোখের সে ভাষা পড়ে
পারিনি রইতে আর একটি পদও দূর,
খুঁজে গেছি একটি সামান্য কারণ যেন যেতে পারি
কাছে তোমার আর বাসতে পারি ভালো, বেধেছি প্রেমসুর।
হয়ে গেছি এমন, করতে চাইছি না আর
তোমায় আমার চোখের একটু আড়াল,
পাগল করেছে তোমার সেই কোমল ছোঁয়া
অনুভবে সারাক্ষণ হয়ে গেছি আমি বেসামাল।
সময়ও যে বড়ই দুষ্ট যায় যে এতই দ্রুত
তোমার সাথে তোমার হাতে রেখে হাত আমার,
যদি বাঁধা যেত সময়কে কোন রঙিন সুতোয়
দিতাম না যেতে রাখতাম ধরে দিত না ফাকি আর।
বসন্তের এ ছোঁয়া যে লেগেছে প্রাণে
তোমায় দেখছি কাছে দূরে, দেখছি মনের খেয়ালে,
হাজার হাজার রঙের মেলায় তোমায় আঁকছি
রং তুলিতে আগলে রাখছি আমার মন দেয়ালে।
তোমার সাথে বসন্তের দিনগুলো
হয়েছে রঙিন, মনে লেগেছে ফাগুনের শীতল হাওয়া,
বর্ণিল সে মুহূর্তের টানে পারিনা ছেড়ে থাকতে একটুও
তোমায় শুধু আপন করে নিজের কাছে চাওয়া।
অনেক বসন্ত চাই কাটাতে যদি
তুমি থাকো আমার পাশে,
মন চায় বারবার শুধু তোমার হাত ধরেই যেন,
শত বসন্ত আমার জীবনে ফিরে আসে।
রচনাকাল - ১লা ফাল্গুন, ১৪২৮