তুমি যে হয়েছ, আমার জীবন আর আমার কবিতার ছন্দ,
চলোনা শুরু করি নতুন এক অধ্যায়, হোক সে যতোই মন্দ।
দেখেছি তোমায় অনেক আগেই, শুধু আবেগে আসোনি তুমি,
নীল শাড়ীতে সেদিন দেখে, উঠেছে কেপে এ মনভূমি।
তোমাকে দেখে ফেরাতে পারি নি, এই পাগল দুই আঁখি,
মনের দেয়ালে শুধু আজ তোমার সেই ছবিটাই আঁকি।
বলতে চাই নি হয়ত সেদিন, হয়ত ছিল মনে সংশয়,
আজ আর বলতে নেই মানা, নেই মনে কোন ভয়।
বলেছিলে তুমি কবিতা পড়ে, আমি তোমার প্রিয় কবি,
তুমি যে কবিতার ছন্দ আমার, তোমার জন্যই তো সবই।
হাত রেখে হাত, দিতে চাই তোমার সাথে অনেকটা পথ পাড়ি,
তোমার পাশে হাঁটবো তবে, না থাকুক সেথায় কোন গাড়ি।
অজানায় হারাবো তুমি আর আমি, আমাদের ভালোবাসা ঘিরে,
যত ঝড় আর ঝামেলাই আসুক, তাকাবো না কভু পিছু ফিরে।
রূপকথার রাজ্যে তোমায় বানাবো আমার মনের রানী,
তোমার ভালবাসায় রাখবে বিভোর, সে তো আমি জানিই।
প্রিয় যে তুমি আমারও অনেক, আমার কবিতার তুমি প্রাণ,
রাখবো তোমায় অনেক আদরে, করতে দেব না অভিমান।
তোমায় নিয়ে লিখছি কবিতা, লিখছি প্রেমের মহাকাব্য,
সকাল,দুপুর,সন্ধ্যে আর রাত শুধু তোমাকে নিয়েই ভাববো।
বলতে তোমায় চাইছি অনেকবার, তোমায় অনেক ভালবাসি,
তোমার স্পর্শে, তোমার টানে, তাই তোমার কাছেই ফিরে আসি।
রচনাকালঃ ০৯ মাঘ, ১৪২৮