ইলশা মুড়ি
কুচুর পাতা
চিংড়ী শুটকি
কচুর লতা
ঝিংগে পটল
ডিমেই অটল
খেতেই মজা
চাউল ভাজা
মুই পিঠা
নাইকো মিঠা
ভর্তা চাও
শুটকিটা
পোড়া বেগুন
খেতে আগুন
লাউয়ের পাতা
সাদে মাতা
চেং পোড়া
গন্ধ কড়া
কাচা তেতুল
জিভে অতুল
পাকা আতা
গন্ধে মাতা
কাটারিভোগ
জীবন অমোঘ
আহ কি মজা
পুটি ভাজা
টেংরার ঝোল
ঘুমের কোল
আরাম অতি
ভীম রতি
স্বাদের দেশে
ভীন বেশে
ডুবকি মারি
তলদেশে
আনব আমি
জাদুর লাঠি
যতই খাব
পেটে কাঠি
মাচায় তালা
নইতো ভোলা
খেতে মানা
আমার জানা
ভাংব আমি
গরাদ শিক
নাম আমার
ভোজন রসিক।