গোল্লা কানামাছি ভোঁ ভোঁ
স্মৃতি খেলা ছো ছো
মনে টানে নিয়ে যায়
ছোট বেলা ছুয়ে যায়

ডাংগুটি মেরে দূর
পাতিলের ভাংচুর
চারা খেলা তারে বলে
ছলে বলে কৌশলে
কপালেতে টোকা দিতে
বৌটুক লুতেপুতে
চুপিচুপি মারে টুক

ইলসা হারি মাচি
মাটি করে কুচিকুচি
রান্নায় সেরা ছিল
মাটি দিয়ে মাটি হল
ছোট্ট শিশুটা
বালি দিয়ে ঘর তোলে
শিয়ালের গুহাটা

পুসকুনি ঝাপাঝাপি
বৃষ্টিতে নেপানেপি
পুকুরের পাড়টা
পিচ্ছিল একদোড়
কার গায়ে কত জোড়
কত দূরে ঝাপটা
ডুব দিয়ে মাটি তোলা
সাতারে পাল্লা
এক ডুব পার হলো
যেন মাঝি মাল্লা

আম জাম গাছে এল
ইট কিল ঢিল দিল
কাচা আম পেরে খেল
কার গাছে কে গেল
নেমে ছুট গোল্লা
রাত্রিতে ঝড় হলে
সকালেতে দলেবলে
আম খুটা শেষ হলে
ভরে গেল ঝোল্লা

ধান কাটা শেষ হলে
বাতাসেতে দোল খেলে
কত ঘুড়ি ডোল্লা
বাশপাতি চাছা করি
নিজ হাতে চং গড়ি
আকাশেতে দেয় পাড়ি
সাপা চিলার মেল্লা

কুত কুত পায়ে খেলা
মজা ছিল ছোট বেলা
সুরমা পাহ পা
দম দিয়ে দম খেলা
আহ কি মজা ছিল
ছোট বেলা কোথা গেল
খুজে মরি দাপা।