হঠাৎ তোমার মতো কাউকে দেখলাম,

উৎসাহে তাইত আবার লিখতে বসলাম।

কি লিখব ভাবছি মনে মনে.!

পাইনি কবিতার লাইন খুজে ফিরে।

কাঁবু হয়েছি তোমার যাদুমাখা সৌন্দর্য্য দেখে।

কাঁবু হয়েছি তোমার ঐ হৃদয় ছোঁয়া হাসিতে

কাঁবু হয়েছি তোমার ঐ মিষ্টি মুখের ধ্বনিতে!

আমি কবিতার ছন্দ পাইনি খুজে ফিরে!

যখনি তোমাকে দেখেছি,

কবিতার লাইন আপনা আপনি জড়ো হয়ে গেছে।