হঠাৎ খুলিয়া দ্বার,বসন্ত প্রভাত করিল সেলাম,

শীতের একঘেয়েমি বিদায় করে

ঋতুরাজ বসন্তের আগমনে মন ছুটে যায় অজানাতে!

বসন্ত এক অনুভুতির নাম,নাম একটা ভালবাসার,

বাংলার শীতের রূহ্মতাকে বিদায় করে,

প্রানোচন্চল এক আবহের সৃষ্টি করে।

গাছে গাছে নতুন ফুল ও পাতার সমারোহে

কৃষ্ণচূড়ায় নতুন ফুলের আগমনে,

শিউলি, বকুল, টগর,বেলী,হাসনা-হেনা,

যেন নতুন সাঁজে-সাঁজে বসন্তের আমেজে।

কৌকিলের ডাকে, ফিঙের নাচে বসন্তের আগমনে

নতুন ফুলের সমারোহে মন ছুটে যায় অজান্তে।

আজ ঘুম ভুলেছি,রাত জেগেছি,
বাসন্তী নাচের ছন্দে।

আজ হৃদয় আমার জুড়িয়ে যায়-
শিউলি বনের গন্ধে!

চন্দ্র থাকিবে অকুল আকাশে,থাকবে হাজারো তারা।

বসন্তের সময় কাটবে উদ্যমে ভরা
নানান রংঙের নানান খেলা,

আকাশ থাকে নীলাদ্রি  মাখা,

বাতাস থাকে স্নীগ্ধা ভরা।

দখিনা হাওয়া ছড়িয়ে হাসে,

রং চড়ালো ইষান কোণে।

দিকে দিকে সবুজের কিশালয় সেঁজেছে যেন নতুন সাঁজে।

আজ তাই লিখবো ইচ্ছে মত মনটা যা চায় তা দিয়ে।

গোলাপ, টগর,বকুল দিয়ে
সাজিয়ে দিব তাকে এই বসন্ত দিনে
দখিনা হাওয়ায় জানিয়ে দিব প্রেমের
ঐ বারতা দিয়ে......।