তাহা ও সিনহা দুই ভাই মিলে,
খেলে সারাদিন হেসে-গিলে।
একসাথে দৌড়ে, একসাথে গায়,
ভালোবাসায় ভরা ওদের হৃদয়।

তাহা বলে, "চলো খেলতে যাই!"
সিনহা হাসে, "আমি তো তোর সাথেই চাই!"
দুজন মিলে দোলনায় চড়ে,
স্বপ্ন গড়ে আকাশের তলে।

মাঠে দৌড়ে, নদীতে সাঁতার,
দুজনের মাঝে নেই যে দূরত্বের পার।
ভাইয়ে-ভাইয়ে বন্ধন যে কঠিন,
ভালোবাসা ভরা, যেমন সাগর অতলীন।

তাহা ও সিনহা দুই ভাই একসাথে,
সব সময় হাসে, সব দুঃখ ভুলে।
ভালোবেসে থাকুক চিরকাল তারা,
ভাইয়ের টানে থাকুক আলোকধারা!