রমজানের চাঁদ উঠেছে আজ,
আনন্দে ভরে গেছে রাতের সাজ।
রহমতের মাস, বরকতের আলো,
গুনাহ মোচনের সোনালী পালো।
রোজার সওগাত শান্তির বাণী,
সবাই মিলে করি ভালো কাজ আনি।
ক্ষুধার্তের কষ্ট বুঝি এই কালে,
দানের হাত বাড়াই সবারই তালে।
সেহরির সুরে ভোরের ডাক,
ইফতারের সুখে প্রাণের ফাঁক।
ইবাদতে কাটাই রজনী যত,
আল্লাহর রহমত আসবে অবিরত।
রমজান মোবারক, পবিত্র মাস,
আনো হৃদয়ে পবিত্র সুবাস।
তাকওয়ার পথে চলি নিরবধি,
আল্লাহর প্রেমে ডুব দিই নিরবিচারী।