আমাদের এই বাংলাদেশ, প্রাণের যে আলো,
সবুজ-শ্যামল ঘেরা, নদীর কলতান ঢলো।
রঙিন মাটির সোঁদা গন্ধ, দিগন্ত জুড়ে হাসে,
সোনালী ফসলের মাঠে, স্বপ্নেরা গাঁথে বাসে।
নদীর সুরে ভেসে আসে মায়ের মধুর গান,
শিশির ভেজা ভোরের হাওয়া জাগায় নতুন প্রাণ।
পাহাড়, বন আর সাগর কূলে মিলে একি স্বর,
বাংলার বুকে বাজে যেন এক সুরেলা অন্তর।
শহীদ রক্তে রাঙানো লাল এই পতাকা,
স্বাধীনতার গল্প বলে, আছে কত ভালোবাসা।
বায়ান্ন, একাত্তর, সাহসী হৃদয়ের চেতনা,
আমাদের প্রাণের বাংলাদেশ, গর্বিত এক সত্তা।
শিশুর হাসি, কোকিল ডাকে, মাঠে নাচে ধান,
এই দেশটাকে আগলে রাখি ভালোবাসার টান।
বাতাস বয়ে আনে সুধা, আশার আলো ঝরে,
আমাদের প্রাণের বাংলাদেশ, হৃদয় জুড়ে ধরে।