খুশির রঙে রাঙা সকাল,
আনন্দে ভরে আকাশ-বাতাস,
মনের মাঝে বাঁধ ভাঙা ঢেউ,
আজ ঈদের বিশেষ আভাস।
নতুন পোশাক, খুশির আলো,
সবার মুখে হাসির ঝলক,
কোলাকুলিতে মুছে যাক,
সব গ্লানি, অভিমান, দুঃখ।
সুগন্ধ মাখা সেমাই-পায়েস,
মিষ্টি কথার মধুর স্বাদ,
ভালোবাসায় গড়ে তুলি,
মানবতার নতুন কাদামাট।
আসুন আজ ভুলে গিয়ে,
সব হিংসা, বিভেদ-দুঃখ,
প্রাণ খুলে বলি সবাই মিলে,
"ঈদ মোবারক! ঈদ মোবারক!"