তোমার ওই চাহনি আমায় মুগ্ধ করে।
তোমার মুখকানি চন্দ্রমুখ,
যতবার দেখি তোমায়
ততবার নতুন করে তোমার প্রেমে পড়ি।
তোমার ওই ঠোঁট দুটো
গোলাপের পাপড়ির ন্যায়।
যখন তুমি কথা বল মন চাই,
শুধু তোমায় দেখতে থাকি।
তুমি আমার কাছে নিষ্পাপ শিশুর ন্যায়।
তুমি আমার দেবদূত,
তুমি আমার জীবনের বসন্ত,
তুমি আমার জীবনপ্রদীপ,
তুমি আমার ভালোবাসা।
কী গভীর দুঃখে আমি মগ্ন
সমস্ত পৃথিবী আকাশ জুড়ে শুনা যাচ্ছে, এক মর্মান্তিক সুর।
" যেতে আমি দেব না তোমায়"।
সর্বক্ষণ তোমায় হারানোর ভয়,
আমায় রাখে আতঙ্কে।
এই বিরহ নিয়ে বাঁচা যে খুব কঠিন
আমি জানি তুমি আমার দেবদূত।
এরপরও আমি খওপজাদা হয়,
শুধু তোমায় ভালোবাসি বলে।