রাজ্যের যত রূপ আছে সখি,

নিজ হাতে তোমায় দিয়েছে ঈশ্বর ।

তোমাকে হারিয়ে ভূলে যাই সদা

এ অবনী কত নশ্বর ।

  তোমার ভালোবাসায় ভাসতে চাই,

  জনম জনম , যুগ - শতাব্দী ।

   হৃদয় গগনে ভালোবাসা রবে,

  যত কাল রবে ঐ নীল অব্ধি ।

ভালোবেসে সখি আমায় রেখো,

যেমন থাকে, অম্বরে শশী ।

যুগ যুগান্তর গাইবো গান-

আমি তোমায় ভালোবাসি ।

  খোপায় জড়াবো সদ্য গাঁথা,

  বকুল ফুলের মালা খানি।

  মনের মাঝে রাজ্য গড়ব,

  তোমায় করে হৃদয় রানী ।