আমাকে ছেড়ে চলে গেছো মিম তুমি
তাতে কোনো অভিমান রাখে নি,
ভালোবাসি বলে তোমার সুখে জন্য,
হাজারো দুঃখ কস্ট ও যন্ত্রনা সইতে পারি
আমি তোমাকে ভালোবাসি বলে,
সব কথা হালকা ভাবে মেনে নিয়েছি,
তোমাকে ভালোবাসি বলে,
আমি ভিষন কষ্ট ও যন্ত্রনা চেপে রাখে
আমি হলাম কাব্য সাহিত্যিক কবি
তোমার স্মৃতি গুলো কবিতা মাধ্যমে
হালকা ভাবে প্রকাশ করি।
হাইস্কুল জীবন প্রেম আমার
ভুলতে অনেক কষ্ট হয়।
হাজারো মেয়ে মধ্যে মিম হল একজন
ভুলে কারনে তোমার সাথে সম্পর্ক ছিন্নতা হলো
সবসময় কল্পনা মাঝে তোমার স্মৃতি দেখি
বহু প্রেমের অপার প্রত্যাখান করলাম।
হাজারো ব্যথা নিয়ে তোমার জন্য দোয়া করি
মিম তুমি সুখি হয়,,
সকল বন্ধু-বান্ধবী মাঁঝে গল্প করে
তোমার স্মৃতি গুলো যেতে চাই।
আজো তোমার কথা ভুলতে পারি না
হতভাগ্য ছেলে বর্তমান সাহিত্যিক কবি শামছুউদ্দিন
এ কবিতা লেখায় সময় বুকের কষ্ট
চোখের জলের অশ্রু নিয়ে কবিতাটি লেখলাম,
মিম তুমি সুখি হও সর্বদা
তোমার জন্য ভবিষ্যৎ শুভকামনা রইল,