দিন শেষে রাত আসে
রাতের পর আবার দিন,
আছকে যে চলে গেলো
আসবে নাকো কোনদিন।
সূর্য্য উঠে অস্ত যায় নিত্য দিন
এইতো তার আজীবনের খেলা,
মানুষের জন্ম হলে মৃর্ত্যু হবে
মাটির নীচে আজীবনের বসবাস।
আমারও মৃর্ত্যু হবে নিশ্চিত
সময়ের ঘরির কাটা বন্ধ হলে,
লাশ হয়ে সব ছেড়ে যাবো চলে
আসবো না ফিরে কভু আর।
সল্প দিনের কল্পনার জগতে
স্বপ্ন কতনা হাজারও হাজার,
সব ছেড়ে অচীন দেশে যাবো
কেউ আর ফিরাতে পারবেনা।
অনন্ত অসীম জগতে থাকবো
অন্ধকার কবরে খবর নিবে কে,
কেমন আছি, কি করছি কবরে
কেউ খবর নিবেনা আমার।