আমি না বুঝিয়া প্রেমের মর্ম
মজলাম ব্যথা মরিতে মরিতে,
পাজর ভাঙ্গা কষ্ট লইয়া
কান্দি একা না পারি সহিতে
আপন যা সব পর হইয়াছে
কেন গেলাম ভালোবাসিতে।
শ্রাবণধারা ফাগুন মাসে
দুই চোখ বাইয়া পড়ে
কপাল দোষে লাগলো আগুন
আমার সুখের ঘরে।
হইলো আমার এ কোন দশা
পারিনা তা বলিতে।
বাধিলাম বুক যার আশাতে
সে'ই করিলো খুন,
যতনে গড়া সুখের আড়ায়
ধরলো দুঃখের ঘুণ।
পাইলাম না যা চাইলাম আমি
সব হারাইলাম শেষেতে।
উইড়া গেলো বুকের খাঁচায়
ভালোবাসার পোষ মানানো পাখি,
বুকে থাকার কথা দিয়াছিলো
চন্দ্র সূর্য রাইখা সাক্ষী।
গেলো পাখি নিরুদ্দেশে
থাকবে বলে সুখেতে।
কেনো হলো না আমার আশাপুরন,,,,