এই জীবনে সুখ পাইলাম না
ঠাঁই হইলো না কোলে!
কেউ বুঝলোনা মনের কষ্ট;
জীবন গেলো ভুলে।
বুকে ভরা দুঃখ লইয়া
চুলের বেনি খুলে,
ফুলের মালা ভাসে জলে,
ছুটে নদীর কূলে।।
নাইমো না নাইমো না কন্যা,
কালা নদীর জলে!
নদীর তলে কুমির থাকে
তোমায় খাইবো গিলে।
মনের মানুষ নাই যে ঘরে
মাছের লোভে বিলে,
কারোর কথা কানে লয়না
কান নিলো যাঁর চিলে!!