প্রশংসা আজ মহান প্রভুর
গর্বিত তার প্রেমে,
ধন্য আমি নিজকে ভাবি
জন্ম আমার গ্রামে।
সোনার বাংলার ছোট্ট গ্রামে
জন্মেছি ভাই আমি শামছুউদ্দিন,
ভোলা জেলা লালমোহন থানার
কালমা ইউনিয়ন বালুরচর গ্রামে জন্মভূমি।
বালুরচর গ্রামের পূর্বপাড়া
আমার আলী হাওলাদার বাড়ি,
বাড়ির সামনে পাকা রাস্তা
চলে সবসময় যানবাহন ।
বালুরচর গ্রামের আছে মাদরাসা ও বাজার
বেজায় চলে ধুম,
সন্ধ্যা বেলা মায়ের আদর
নিত্য গালে চুম।
মা বাবা আর ছোট্ট খোকা
এবং খোকার মাতা,
আমি সহ আট সদস্য
একই সুতাই গাঁথা।
মদ্ধবিত্ত পরিবারে
জন্ম আমার ভাই,
মিলেমিশে থাকি সবাই
সুখের জুড়ি নাই।
সোনার বাংলা গর্ব আমার
গর্ব আমার গ্রাম,
পাড়ার ছেলে বন্ধু আমার
রোজ খেলা হয় ক্রাম।
উচু নিচু ধনি গরীব
নেইকো ভেদাভেদ,
গ্রামের সবাই সরল মনা
হাজারে একজন জেদ।
বিকেল হলেই ফুটবল খেলা
গ্রামের প্রাইমারি মাঠে,
পোষ্ট অফিসও আমার গ্রামে
পাঠশালার নেই অভাব,
স্বাস্থ কমপ্লেক্স কৃষি অফিস
আদর্শ গ্রামের সভাব।
সকাল হলেই শিশু কিশোর
পাঠশালাতে যায়,
সব কিছুতেই সুখী মোরা
সুখের শিমা নাই।