আকাশ পানে চেয়ে ভাবো
প্রভুর আসন কোন খানে ,
কোথায় বসে চালায় সবি
খোঁজো তাকে আপন মনে ।

সৃষ্টি যাহার প্রেমের বাগান
ফুল আঠারো হাজার মাখলুকাত ,
স্রষ্টার  প্রেমে মজলে হবে  
তাহার সাথে মোলাকাত ।

আকাশ পাতাল সর্ব স্থানে
অবাধ যাহার বিচরণ ,
সৃষ্টির মাঝে ফসল ফলায়
সেই ভালো মন্দের মহাজন ।

বাঁচা মরা আহার নিদ্রা
মাখলুকাতের করায় যে ,
আপন মাঝে খোঁজো তাকে
নিঃশ্বাসে বাস করে সে ।