পৃথিবীর যে প্রান্তে তুমি রাজা হারিয়েছো,
সে প্রান্তেই পুজা মুই তোমায় খুঁজে নেব ।
আমি পুজা হয়ত গাঙচিল নয়ত ভোরের দোয়েল হয়ে ,
রাজা তোমাকে খুঁজে খুঁজে পথ চলার অপেক্ষা থাকবো ।
শূন্য গগনের কোন এক প্রান্তে যদি থাকো
আমি পুজা মেঘ হয়ে খুঁজে বেড়াবো তোমাকে রাজায় ।
নয়ত শূন্যে উড়া ধবল তৃষ্ণার্ত বক হয়ে
ডানা মেলে উড়ে তোমার নাম ধরে ডাকবো রাজা তুমি কোথায় ,
আজো চোখের অশ্রু ঝরে রাজা - জানি না -
হৃদয়ের কি যেন এক তৃষ্ণার্ত বেদনা , না দেখার ।
রাজায় তুমি যদি গভীর অন্ধকারে হারিয়ে যাও
আমি পুজা পূর্ণিমার চাঁদ হয়ে
রাজা তোমাকে খুজবো
নয়ত জোনাই পোকার মত জীবনের শেষ আলোটুকু-
জ্বালিয়েও রাজা তোমাকে খুজে বেড়াবো অন্ধকারে ।
যখন রাজা তোমার পাশে কেউ থাকবে না,,
আমি পুজা তখনো রাজা তোমায় পাশে রবো হৃদপিণ্ডের ন্যায় ।