মাতৃভাষা মায়ের ভাষা
ছিল শহিদের রক্তে কেনা।
জীবন দিয়ে করছে যুদ্ধ
বাংলার বুকের বীর সেনা।
বাংলার সন্তান জরিয়েছে
সোনার চেয়ে খাঁটি রক্ত।
বাংলা মায়ের ভাষা রেখে
আজ কেন বিন্ন ভাষার যুক্ত।
লাক্ষ্য শহীদের রাঙানো
রক্তে এ মাতৃভাষার জয়
ভাষার জন্য লাক্ষ্য শহীদ
প্রান দিতে ও করে নি ভয়।
ভাষার শত্রু দের ঠাই আর লাল
সবুজের বুকে হবে না।
বীর যোদ্ধাদের দুশমন ছিলো
যারা কেউ ছাড় পাবে না।