রহমত নাজাত আর মাগফেরাতের
এলো ফের মাহে রমাদান।

বারে বারে আসে ফিরে
দুনিয়ার এই নীড়ে,
কেউ থাকে কেউ থাকেনা
প্রভুর ওই রহমত
রিজিকের বরকত,
বাড়িয়ে দেন রহমান।

এই মাস আল্লাহর
সেরা উপহার,
ক্ষমা করে দেয় প্রভু
গুনাহ যতো যার।
ইবাদতে  রত হও
আনো রে ঈমান।

এক হরফ তেলোয়াতে
দশ নেকী দেন রব,
বছরের যতো পাপ
ধুয়ে মুছে হয় সাফ
করিলে ইবাদত
মানিলে বিধান।

তারাবী সেহেরী আর ইফতারীতে
বরকতে রয় যে ভরে,
অনাবিল এক সুখ নিয়ে
রোযাদার ইফতার করে।
রবের দেয়া এই মাসের তাই
রব দিবেন ক্ষুদ সম্মান।