আত্মহত্যা করলে হয়ত
কাঁদবে আপন-পর,
কিন্তু তুমি করলে টা কি!
আঁধার কবর ঘর!
জ্বালবে কেবা আলো!
ভেবেছিলে লাঞ্ছনা আর
সয়বে নাকো বেঁচে,
তাই তো শেষে আত্মনাশের
পথটি নিলে বেচে!
মোটেও হয়নি ভালো!
তুমি তো জানো মরার পরে
নতুন জীবন শুরু,
হাশর-মাঠে বলবে সবে,
লোকটা ধুরু ধুরু!
লাগবে কেমন বলো!
হয়ত তুমি জ্বালা-যাতনার
ইতি চেয়েছিলে,
তাইতো তোমার জীবন-প্রদীপ
জলে দিলে ফেলে
নিজের ক্ষতি হলো!
কাঁদবে তোমার মরনকালে,
ভুলবে দুদিন পর,
তুমি জ্বলবে জাহান্নামে,
জ্বলবে জীবনভর!
বুঝে সামনে চলো!