আমি মরা নদীতে
কুচুরি পানার সাথে সলিল সমাধিতে ভেসে থাকা
এক অচেনা বিবর্ণ পাখি।
প্রাণহীন;
অদম্য কালবৈশাখীতে উপড়ে পড়া বাঁশ ঝাড়;
গহীন অরণ্যে প্রচণ্ড রোদে
একাকী দাঁড়িয়ে থাকা শুষ্ক পত্র শোভিত সুপারি বন।
লোকালয় থেকে বহুদূরে,
বৃষ্টিস্নাত সন্ধ্যায় মহাকালের পূর্ণগ্ৰাস।