আমার উপন্যাসের মতো ছেড়ে যাব না তোমাকে
একটা পাখী পুষব, বলে রেখেছি মাকে অনেক দিন।
আমার বৃষ্টি ভালো লাগে, ভয় শুধু জ্বরে
অনেক দিন ধরে কথা হয় না বন্ধুদের সাথে।
আমার আকাশ গুলো ধূসর হয়ে রঙিন হয়ে যায়
আমার ইচ্ছে গুলো আক্ষেপ হয়ে পূরণ হয়ে যায়।
এদিকে একদিন অলস দুপুরে যাদু-বাস্তবতায়
কিছুটা মার্কেজ, কিছুটা ইলিয়াস, কিছুটা জহিরময়।
আমার শূন্যতারই ভেঙে থাকা ঘটনা সামান্য
অন্যদিকে তুমি বখাটেদের যন্ত্রণায় বিপর্যস্ত
লৌকিকতাই হয় না কোন ম্যাজিক!
আমার আকাশ গুলো ধূসর হয়ে রঙিন হয়ে যায়
আমার ইচ্ছে গুলো আক্ষেপ হয়ে পূরণ হয়ে যায়।